দেবীলাল মাহাত, আড়শা:
নির্বিঘ্নেই শেষ হল উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষা ঘিরে আড়শা ব্লকের পরীক্ষা কেন্দ্রগুলোতে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেনি। পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল কড়া নজরদারি। আড়শা ব্লকের সিরকাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ঝুঁঝকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই দুটি পরীক্ষা কেন্দ্র রয়েছে ।যানজট আটকাতে স্কুল চত্বরের পাশাপাশি বিভিন্ন রাস্তায় সকাল থেকেই বাড়তি নজর চালায় আড়শা থানার পুলিশ। বাড়ি থেকে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যায় না পড়েন সেই জন্য সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ আধিকারিকেরা সকালেই পৌঁছে যান নির্দিষ্ট পয়েন্ট ভিউতে। আড়শা থানার পুলিশের এমন উদ্যোগে খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। এদিন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি সিরকাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের কলম, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান।
Post Comment