নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম মসুর হাঁসদা (৫৫)। তার বাড়ি হুড়া থানার শ্যামপুর গ্রামে। এক বছর আগে পুঞ্চা থানার কুলটাড় গ্রামে বিয়ে হয় তার। তখন থেকে শ্বশুর বাড়িতে থাকতেন তিনি।শুক্রবার সন্ধ্যায় ঘরের মধ্যে ওই যুবককে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মুখ থেকে বার হচ্ছিল ফ্যানা। পুলিশ ওই যুবককে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু তার আগেই নিষ্প্রাণ হয়ে গিয়েছে তার দেহ। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছে পুলিশ।
Post Comment