নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
নিখোঁজ মহিলাকে উদ্ধার করল পুলিশ। তুলে দেওয়া হলো পরিবারের হাতে। ঘটনা পুরুলিয়ার কেন্দা থানার। বৃহস্পতিবার রাতে এক মহিলা কেন্দা থানা এলাকার জামবাদ গ্রামের শিব মন্দিরে চলে আসেন। নাম – পরিচয় কিছুই বলতে পারেননি তিনি। পুলিশ জানিয়েছে ওই মহিলাকে কিছু জিজ্ঞাসা করলেই তিনি শুধু চিড়কা ধামের নাম করছিলেন। পুরুলিয়া মফস্বল থানার চিড়কা শিব মন্দিরের পূজারীদের সঙ্গে যোগাযোগ করে কেন্দা থানার পুলিশ। তাদের কাছ থেকে মহিলার ঠিকানা যে পুরুলিয়ার টামনা থানার টুড়ুহুলু গ্রামে তা জানতে পারে তারা।

শ্বশুর বাড়ি থেকে চিড়কা শিব মন্দিরে এসে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। শুক্রবার ওই মহিলাকে তার স্বামী এবং বাবার হাতে তুলে দেয় কেন্দা থানার পুলিশ। পুলিশের উদ্যোগে খুশি ওই মহিলার স্বামী ও বাবা।











Post Comment