অমরেশ দত্ত, মানবাজার:
গোটা স্কুলে একমাত্র পরীক্ষার্থী। সে একাই দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিরল প্রায় এমন ঘটনা পুরুলিয়া জেলার মানবাজার স্বপন সুব্রত হাইস্কুলে।
রাজ্যজুড়ে চলছে উচ্চ মাধ্যমিক। বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিকের ইকনমিক্স পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্রে তৎপর ছিল পুলিশ ও স্বাস্থ্য বিভাগের আশা কর্মীরা। এই পরীক্ষাকেন্দ্রে একজন মাত্র ছাত্র দিল উচ্চমাধ্যমিকের ইকনমিক্স পরীক্ষা।তাই তাকে উৎসাহিত করতে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল। এদিন পরীক্ষা শেষে স্কুলের পক্ষ থেকে পরীক্ষার্থীর হাতে কলম ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হল।
গোপালনগর আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অমৃত বাউরী বললো, “আমিই একমাত্র পরীক্ষার্থী এই বিদ্যালয়ে ইকনমিক্স পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষে সংবর্ধনা পেয়ে খুব ভালো লাগছে। স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।স্বপন সুব্রত হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নীলোৎপল দত্ত বলেন, পরীক্ষার্থী অমৃত বাউরীকে উৎসাহিত করার জন্যই আমাদের এই বিশেষ উদ্যোগ এবং আগামী দিনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।মানবাজার ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। বৃহস্পতিবার এই পরীক্ষাকেন্দ্রে একজন মাত্র পরীক্ষার্থী পরীক্ষা দিল। তাকে উৎসাহিত করার জন্যই এই ধরনের উদ্যোগ বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় বিষয় হিসেবে ইকনমিক্স খুব একটা পড়ুয়াপ্রিয় নয়। সে কারণেই গোটা পরীক্ষাকেন্দ্রে একজন মাত্র পরীক্ষার্থী পরীক্ষা দিলো।











Post Comment