নিজস্ব প্রতিনিধি, বোরো: একটি পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার বোরো থানার কেন্দাজোড় গ্রামে। মৃতার নাম উত্তরা মাহাতো (৬০)। শনিবার সকালে পুজোর ফুল তুলতে বেরিয়ে আর ফেরেননি বৃদ্ধা। এদিন সন্ধ্যায় গ্রামের একটি পুকুরের জলে তার দেহ ভাসতে দেখা যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment