নিজস্ব প্রতিনিধি, বোরো: খোঁজ মিলছিল না তাঁর। কয়েক ঘণ্টা পর যখন খোঁজ মিলল, তখন তিনি আর নেই। নদী থেকে উদ্ধার হল সেই নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ। পুরুলিয়া জেলার বোরো থানার পুলিশ সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধের নাম জগন্নাথ সরেন (৬৩)। তার বাড়ি এই থানারই নোয়াডি গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই ব্যক্তিকে। সেইদিন সন্ধ্যায় গ্রামের পাশে কুমারী নদীর জলে তাঁর দেহ ভাসতে দেখা যায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে অনুসন্ধান শুরু করেছে বোরো থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

Post Comment