বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
ধন তেরসের রাত্রেই গয়না নিয়ে নিমেষে চম্পট দিল চোর। হাজার হোক ধনতেরস বলে কথা! তামাম পুরুলিয়া যখন ধনতেরসের পুণ্য দিনে সোনা, রূপা, ধাতু কিনতে ব্যস্ত, তখন চোরেরাই বা বাদ থাকবে কেন? ছিনতাই করার সামর্থ্য থাকলে কিনবেই বা কেন?
ঠিক তেমনটাই ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর থানার বাস স্ট্যান্ড এলাকায় একটি গয়নার দোকান এন কে জুয়েলারিতে। জুয়েলারি মালিক সুরত পইড়া জানিয়েছেন, তিনি প্রায় পৌনে দশটা নাগাদ,দোকান বন্ধ করার সময় তার সোনা ও রূপোর অলংকার ভর্তি ব্যাগ নিয়ে জুয়েলারি দোকানের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক ওই সময় হাওয়ার বেগে আসা একটি মোটরসাইকেলে দুজন দুস্কৃতি তার হাতে থাকা ওই অলংকারের ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বলরামপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
Post Comment