অমরেশ দত্ত, কেন্দা: উড়ল পারাবত। ওড়ালেন স্বয়ং রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। আর তারপরই পুঞ্চা ব্লকের কেন্দা থানার কেন্দা ফুটবল মাঠে শুরু হয়ে গেল ইন্দিরা গান্ধী স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতা। আজ বৃহস্পতিবার পায়রা উড়িয়ে খেলার সূচনা করেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। ফুটবলে কিক মেরে খেলার শুরুয়াত করে দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সূজয় বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু। এদিন প্রতিযোগিতার ফাইনালে বালকডি কেবিএম হাইস্কুল ফুটবল দলকে পরাজিত করে বদড়া হাইস্কুল ফুটবল দল। খেলা ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু, বিশিষ্ট সমাজসবী নিরঞ্জন মাহাত , বীরভূম জেলার অতিরিক্ত জেলা শাসক ডঃ বাবুলাল মাহাতো, অশোক কুমার মাহাত ,পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, কেন্দা পঞ্চায়েত প্রধান সুন্দরা মাহাতো সহ বিশিষ্টজনেরা।
Post Comment