তাপস কুইরি, ঝালদা :
মানভূমের শহিদ বিপ্লবী সত্যকিঙ্কর দত্তের নামে সভাকক্ষ উদ্বোধন হলো ঝালদায়। ঝালদা পৌরসভা চত্বরে নবনির্মিত সেই কক্ষের দ্বারোদঘাটন করলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু।
ঝালদার বীর শহিদ সত্যকিঙ্কর দত্ত ছিলেন একজন জবরদস্ত লাঠিয়াল। সালটা ছিল ১৯২৮। পরাধীন ভারতে সেই সময় ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে এলাকার যুবকদের নিয়ে ঝালদার গোকুলনগর, চাতামঘুটু ও নতুনডি গ্রামের মাঝে পলাশ জঙ্গলে লাঠিখেলার আখড়া শুরু করেন তিনি। সেই খবর যায় ইংরেজদের কানে। ১০ই ডিসেম্বর ১৯২৯। ইংরেজদের পাঠানো আততায়ীদের হাতে বিষমাখানো কুড়োলের আঘাতে গুরতর আহত হন সত্যকিঙ্কর। ১৩ই ডিসেম্বর ১৯২৯, চিকিৎসা চলাকালীন পুরুলিয়া সদর হাসপাতালে মাত্র ২১ বছর বয়সে প্রয়াত হন তিনি। আজ শহিদ সত্যকিঙ্কর দত্তের ৯৫ তম মৃত্যু বার্ষিকীর দিনটি স্মরণীয় রাখতে তাঁর নামে সভাকক্ষের উদ্বোধন। পৌরসভার উদ্যোগে খুশি পৌরবাসী থেকে সত্যকিঙ্কর দত্তের পরিবার।
শহিদ পরিবারের পক্ষ থেকে নাতবৌ শ্যামলী দত্ত পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
শুক্রবার দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো এবং ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল, ঝালদার মহকুমা শাসক রাখি বিশ্বাস , ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষ , ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার, শহিদ পরিবারের পক্ষ থেকে শ্যামলী দত্ত সহ অন্যান্য কাউন্সিলার ও বিশিষ্টজনেরা।
Post Comment