অমরেশ দত্ত, মানবাজার :
ঐতিহ্যবাহী মানভূম মেলা ও বই মেলা শুরু হলো মানবাজারে। শুক্রবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার সূচনা হয়। মিছিলে ফুটিয়ে তোলা হয় পুরুলিয়া জেলার বিভিন্ন লোকসংস্কৃতি। ৮ থেকে ৮০ সকলকেই অংশ নেন মেলায়। মানভুম মেলা ও বইমেলা এবছর ২২ বছরে পদার্পণ করল। মেলা চলবে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন ডা: সুবর্ণ গোস্বামী মানভুম মেলা ও বইমেলা শুভ উদ্বোধন করেন। মেলার প্রথম দিনেই মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।











Post Comment