দেবীলাল মাহাত, আড়শা:
কলস যাত্রার মধ্য দিয়ে শ্রীশ্রী রামচরিতমানস নবপুরাণ মহাযজ্ঞের সূচনা হল আড়শা ব্লকের বেলডি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে। বুধবার কংসাবতী নদী থেকে কলসে জল নিয়ে আসেন কুমারী মেয়েরা। স্থানীয় বেলডি ,হাড়ানামা ঝরিয়াডি , পাথরবেড়া, নিমডি, ভুরসা প্রভৃতি গ্রামবাসীদের উদ্যোগে এই আয়োজন করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হবে রামচরিতমানস পাঠ। চলবে ন’ দিন ধরে। প্রতিদিন রয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। উদ্যোক্তাদের মধ্যে শম্ভু মাহাত, ফটিক রজক জানান, “রামচরিতপাঠ উপলক্ষে প্রতিদিন রয়েছে পূজা পাঠ, প্রবচন।”
Post Comment