নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বেশ কিছু রদবদল জেলা পুলিশে। আড়শা থানায় কর্মরত এস আই সুপ্রতীক মন্ডল যোগ দিচ্ছেন সাঁতুড়ি থানার ওসি হয়ে। সাঁতুড়ি থানার ওসি এস আই বিশ্বজিৎ মন্ডল যোগ দিচ্ছেন হুড়া থানার ওসি পদে। হুড়া থানার ওসি এস আই বিশ্বজিৎ সরকার আসছেন আড়শা থানায়। বরাবাজার থানায় কর্মরত এস আই সঞ্জয় ব্যানার্জি হচ্ছেন বাঘমুণ্ডি থানার অযোধ্যা ক্যাম্পের ইন চার্জ। তাঁদের দ্রুত নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।










Post Comment