insta logo
Loading ...
×

পাহাড় কোলে কচিকাঁচারা

পাহাড় কোলে কচিকাঁচারা

অমরেশ দত্ত, ঝালদা:

বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। স্থানও বড়ো মনোরম। সিকরা পাহাড়ের কোলে সিকরা মাউন্টেন অ্যান্ড রিসর্ট প্রাঙ্গণ। সেখানেই ঝালদার কুমারকলি মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো বার্ষিক অনুষ্ঠান। নাচ গানে জমকালো আয়োজনে মনমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হল দিনটি। অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন আর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের ম্যানেজার রাহুল শাও।উপস্থিত ছিলেন ঝালদা থানার আইসি পার্থসারথী ঘোষ, ঝালদা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশীষ মন্ডল, ঝালদা গার্লস হাইস্কুলের শিক্ষিকা শিল্পী চ্যাটার্জী, মনি ভাই ইংলিশ মিডিয়ামের ভাইস প্রিন্সিপাল জ্যোতি কুন্ডু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। এদিনের অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Post Comment