insta logo
Loading ...
×

নেই-র তালিকা দীর্ঘ আড়শার কুদাগাড়া সুস্বাস্থ্য কেন্দ্রে, মিলছে না পরিষেবা

নেই-র তালিকা দীর্ঘ আড়শার কুদাগাড়া সুস্বাস্থ্য কেন্দ্রে, মিলছে না পরিষেবা

দেবীলাল মাহাতো, আড়শা

সুস্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। নেই বিদ্যুৎ সংযোগ। এমনকি নেই শৌচাগারের নূন্যতম ব্যবস্থাও । বাড়ি থেকে নিয়ে যেতে হয় পানীয় জল, হাত পাখা। এইঅব্যবস্থা এক-আধ দিন নয়। বছরের পর বছর এমনই অবস্থা আড়শা ব্লকেরকুদাগাড়া সুস্বাস্থ্য কেন্দ্রটির। ফলে ব্যাপক সমস্যায় পড়েছে সুস্বাস্থ্য কেন্দ্রে আসা গর্ভবতী মহিলা, প্রসূতি সহ নবজাতকেরা। বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের কুদাগাড়া গ্রামের শেষ প্রান্তে গড়ে উঠেছে ওই সুস্বাস্থ্য কেন্দ্রটি।বামুনডিহা,যাদবডি ও কুদাগাড়া গ্রামের ৫০০টি পরিবার এই কেন্দ্রের উপর নির্ভরশীল। বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রে তিনজন স্বাস্থ্য কর্মী সহ ২ জন আশা কর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরে সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু হলেও আজও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়নি। সবে মিলিয়ে সংস্কারের অভাবে হতশ্রী অবস্থা কেন্দ্রটির। ছাদ থেকে ভেঙে পড়েছে চাঙড়। বর্ষাকালে ছাদ চুঁইয়ে অঝোরে পড়ে জল । নামমাত্র কোনো রকমে একটি রুমে চলে স্বাস্থ্য পরিষেবা। যার জেরে নানা সমস্যার সম্মুখীন হতে হয় গর্ভবতী মহিলা, প্রসূতি ও নবজাতকদের। সমস্যায় পড়ছেন ওই কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরাও। রোগীর পরিবারের সদস্যরা জানান, গ্রীষ্মকালে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হলে হাতপাখা নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। শৌচকর্মের জন্য খুঁজতে হয় ঝোপঝাড় । বর্তমান এই কেন্দ্রের দায়িত্বে থাকা অন্তরা দুয়ারী জানান, “সমস্যার কথা স্বাস্থ্য দপ্তরকে বারবার জানানো হয়েছে। কিন্তু কবে এই সুস্বাস্থ্য কেন্দ্রের হাল ফিরবে জানা নেই।”

Post Comment