অমরেশ দত্ত , পুঞ্চা :
স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি উইন্টার ট্রফি ২০২৫ অনুষ্ঠিত হল পুঞ্চা ব্লকের লৌলাড়া স্কুল মাঠে। মঙ্গলবার এই খেলার সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এদিন জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ব্যাট হাতে মাঠে ছক্বা হাঁকাতে। এদিনের খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহিত জনতা খুবই আনন্দ করেন এই খেলা ঘিরে।
এই খেলায় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দিলীপ মুখার্জি, রাজু সহিস, রণজিৎ সাহা, প্রভাত মুখার্জী, তন্ময় শাহানা, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস সহ বিশিষ্টজনেরা। সকলের উপস্থিতি ও সহযোগিতায় এদিনের খেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।
Post Comment