insta logo
Loading ...
×

নতুন ধানের আনন্দে উৎসবমুখর জঙ্গলমহল পুরুলিয়া, শুরু মকরের প্রস্তুতি

নতুন ধানের আনন্দে উৎসবমুখর জঙ্গলমহল পুরুলিয়া, শুরু মকরের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সদ্য পার হয়েছে অগ্রহায়ণ সংক্রান্তি। তাই পুরুলিয়ার গ্রামবাংলার ঘরে- ঘরে নতুন ধানের ঘ্রাণ আর লোকাচারের আবাহন। সংক্রান্তিতে মাঠের নতুন পাকা ধান কেটে ঘরে তোলার মধ্য দিয়ে শুরু হয় কৃষিজীবনকে ঘিরে এক প্রাচীন আনন্দ উৎসব। অগ্রহায়ণ সংক্রান্তিকে কেন্দ্র করে মকর সংক্রান্তি পার হয়ে
একেবারে মাঘ মাস পর্যন্ত পিঠে-পুলি, বিভিন্ন মেলা, চৌডল প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠানে উৎসবের আমেজ থাকে জঙ্গলমহল পুরুলিয়ায়।

নতুন ধান ভাঙার ধুম পড়ে বাড়ির আঙিনায়। বহুদিন অব্যবহৃত থাকা ঢেঁকিও এই সময় ফের ফিরে পায় তার ঐতিহ্যবাহী গুরুত্ব। নতুন চাল কুটে তৈরি হয় নানান রকম পিঠেপুলি—চকলি, পাটিসাপটা থেকে শুরু করে ভাপা পিঠে। ঢেঁকির একটানা ঠকঠক শব্দে মুখরিত হয় গ্রামপাড়া। শুধু খাদ্যসংস্কৃতিই নয়, এই দিনটি সামাজিক মিলনমেলারও প্রতীক। আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশীদের মধ্যে পিঠে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে আরও দৃঢ় হয় সামাজিক বন্ধন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই লোকাচার আজও গ্রামবাংলার সংস্কৃতিকে জীবন্ত করে রেখেছে। তাই অগ্রহায়ণ ও মকর সংক্রান্তি শুধু একটি তিথি নয়—এটি কৃষিভিত্তিক জীবনের কৃতজ্ঞতা, ঐতিহ্য ও আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য উৎসব।

Post Comment