insta logo
Loading ...
×

দুই খুদে পড়ুয়াকে নিজের চেয়ারে বসিয়ে সংবর্ধনা পরিদর্শকের

দুই খুদে পড়ুয়াকে নিজের চেয়ারে বসিয়ে সংবর্ধনা পরিদর্শকের

অমরেশ দত্ত, মানবাজার :

রাজ্য স্তরে অংশ নেওয়া দুই খুদে প্রতিযোগীকে নিজের চেয়ারে বসিয়ে বিশেষ সম্মান দিলেন মানবাজার ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। ব্লক স্তর থেকে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ২ খুদে পড়ুয়াকে নিজের চেয়ারে বসিয়ে স্মারক, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান মানবাজার ১ নম্বর অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা। মানবাজার ১ নম্বর চক্রের উদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সরস্বতী হাঁসদা রাজ্য স্তরে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করে। অন্যদিকে মানবাজার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীতা সিং সর্দার ৭৫ মিটার দৌড়ে অংশ নেয়। খেলাধূলার প্রতি পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি ও এই দুই খুদে পড়ুয়ার সাফল্যের জন্য এই বিশেষ সংবর্ধনা বলে জানান অবর বিদ্যালয় পরিদর্শক।

Post Comment