insta logo
Loading ...
×

গরুর গাড়িতে চড়ে কৈলাসে বিদায় মা উমার, মুদালিতে মিলনমেলা

গরুর গাড়িতে চড়ে কৈলাসে বিদায় মা উমার, মুদালিতে মিলনমেলা

বিশ্বজিৎ সিং সর্দার, মুদালি (আড়শা):

গরুর গাড়িতে চেপে কৈলাসে বিদায় নিলেন মা উমা। আর এই বিদায়বেলাকে স্মৃতি হিসাবে ধরে রাখতে হলো গ্রামীণ মেলা। সেই সঙ্গে ছৌ, ঝুমুর, নাটুয়ার মতো লোক আঙ্গিকে আরও রঙিন হয়ে ওঠে ওই গ্রামীণ মেলা। শুক্রবার দশমীতে মায়ের বিদায়বেলায় আড়শার অযোধ্যা পাহাড়তলি মুদালিতে এভাবেই চোখ টানলো সকলের। তাই শুধু পাহাড়তলির মানুষজন নন। পর্যটকরাও এই মিলন মেলায় শামিল হন। গ্রামের মেঠো পথে গরুর গাড়িতে চড়ে মা উমা যাচ্ছেন কৈলাসে। এই ছবি চোখ জুড়িয়ে যায় গ্রামীণ মেলায় অংশ নেওয়া মানুষজনের। মুদালি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই ভিড় জমে। এখানেই বসে মেলা। লাগোয়া জলাশয়ে হয় জমিদারবাড়ির মাতৃপ্রতিমার ভাসান। এখানেই বসে লোকনৃত্যের আসর। মেলা শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যে। এমনকি রাতের আঁধারও নেমে আসে। আগে শুধু লোক আঙ্গিক-ই নয়। হতো যাত্রাও। মায়ের এই পুজোয় আজ সেই জমিদারি নেই। তবুও মুদালি গ্রামের জমিদার পরিবারের রীতি মেনেই আরাধনা করা হয় মা চন্ডীর। যাকে খাড়া পূজা বা বেদী পূজাও বলা হয়ে থাকে। মুদালি রাজ পরিবারের উত্তরসূরী ভুবনেশ্বরী সিং সর্দার জানান, “মুদালি রাজপরিবার বা জমিদার পরিবারের সবথেকে পুরনো এই বেদীপুজো। যেখানে মূর্তি নয় শক্তি রূপে পূজিত হন মা চন্ডী। বলিদান প্রথার প্রচলনও ছিল। প্রচলন ছিল ভেড়া, ছাগল এমনকি কাড়া বলির প্রথাও।” এই খাড়া বা বেদি পুজো আনুমানিক ১৬১০ খ্রিস্টাব্দ থেকে চলে আসছে। যা ৪০০ বছরেরও অধিক। বর্তমানে এই গ্রামে দুটি নিয়ম মেনে পুজো হয়ে থাকে। শাক্ত ও এবং বৈষ্ণব রীতি। শাক্ত রীতিতে বলির প্রথা প্রচলিত আছে। যার প্রথম দিকে ছাগল, ভেড়া এবং কাড়া বলি দেওয়া হত। কিছু বিশেষ কারণবশত কাড়া বলি এখন বন্ধ। পরবর্তী সময়ে অর্থাৎ আজ থেকে প্রায় ২০০ বছর আগে শুরু হয় বৈষ্ণব রীতিতে মায়ের পূজো। তৈরি হয় ভিন্ন পুজা মণ্ডপ। প্রথম দিকে সমস্ত পুজো ভার জমিদার পরিবারের পক্ষ থেকে হয়ে থাকতো। পরবর্তী সময়ে বৈষ্ণব রীতির পুজো গ্রামের ১৬ আনা কমিটির উদ্যোগে আয়োজিত হয়। যা এখন বর্তমান। ষোল আনা কমিটি দ্বারা বৈষ্ণব রীতি মেনে পুজো হলেও পুজো শুরু হয় জমিদার পরিবারের উত্তরসূরির নাম সংকল্পের মধ্য দিয়ে। এই পুজোকে ঘিরে মুদালি সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষজন মেতে ওঠেন। ফি বছর নজর কাড়ে মায়ের বিদায়বেলা। অতীতে মা উমা ছেলেদের কাঁধে চেপে বিদায় নিতেন। এখন মায়ের কৈলাসের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু হয় গরুর গাড়িতে চড়ে। যা আজও চলে আসছে। আর তা দেখতেই হাজার হাজার মানুষের ভিড়। একেবারে মিলনমেলা।

দেখুন ভিডিও

Post Comment