নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় মিলল। গত রবিবার দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের মুরি-চান্ডিল শাখায় সুইসা স্টেশনের কাছ থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। রেলের প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কাতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মঙ্গলবার জানা যায় ওই বৃদ্ধের নাম দুর্গাচরণ মাঝি (৮০)। তার বাড়ি সুইসার নোওয়াডিতে।
Post Comment