নিজস্ব প্রতিনিধি, আদ্রা : সেচ ক্যানেলে পড়ে এক ব্যাক্তির মৃতদেহ। মৃতের পরিচয় মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে আনুমানিক বছর চল্লিশের ওই ব্যক্তিকে। রবিবার সকালেই আদ্রা থানার কাঁটা রাঙ্গুনি এলাকার সেচ ক্যানেলর কালভার্টের তলার জল এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আদ্রা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। গলায় এবং পায়ে ছিল গামছা। তাছাড়া ক্যানেল পাড়ে মিলেছে রক্তের দাগ। উদ্ধার হয়েছে মদের বোতল। পুলিশের সন্দেহ খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ ফেলে দেওয়া হয়েছে ক্যানেলে।ঘটনার পরেই মৃতের পরিচয় জানতে পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় মৃতদেহের ছবি ও ঘটনার বিবরণ পাঠিয়েছে আদ্রা থানার পুলিশ। সোমবার রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। ফলে তদন্তে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।
Post Comment