নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
এক নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য রঘুনাথপুরে। বুধবার সন্ধ্যায়
রঘুনাথপুরের চেলিয়ামার ধর্মস্থান পাড়ায় নিজের বাড়ির ভেতর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীটি চেলিয়ামা এলাকারই বাসিন্দা। সে চেলিয়ামা বি সি গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-র নবম শ্রেণীর ছাত্রী ছিল।
ঘটনার খবর পেয়ে এলাকায় দ্রুত ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই চরম সিদ্ধান্ত ছাত্রীটি নিল, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।











Post Comment