নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
কয়েকটি পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছিল। বাকি বিষয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল কিশোর। কিন্তু আর পরীক্ষা দেওয়া হলো না বরাবাজারের বামু সাধু উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরের। মামা বাড়িতে থেকেথেকে পড়াশোনা করত সে। সেখান থেকে উদ্ধার হল উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীর ঝুলন্ত দেহ। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার ভাগাবাঁধ গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম যদুপতি মাহাত (১৭)। তার বাড়ি বরাবাজার থানার কাঁদোয়া গ্রামে। পরীক্ষার মাঝেই রহস্যজনক ভাবে তার মৃত্যু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে ধন্ধে রয়েছে পরিবার।








Post Comment