নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পৃথক দুটি ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন নিজের নিজের বাড়ি থেকে উদ্ধার হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ। রবিবার দুটি ঘটনা ঘটেছে যথাক্রমে পুরুলিয়া মফস্বল থানার মালথোড় ও বলরামপুর থানার বাগানডি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম প্রসেনজিৎ মাহাত (১৭) ও অমৃতা সহিস (১৭)। সোমবার এই দুই পড়ুয়ারই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিলো। আত্মহত্যার পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
Post Comment