insta logo
Loading ...
×

টোটোকে ঠুকে পালাচ্ছিল চার চাকা, তারপর…

টোটোকে ঠুকে পালাচ্ছিল চার চাকা, তারপর…

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

একটি টোটোকে ঠুকে পালাচ্ছিল চার চাকা গাড়ি। কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেল পুলিশের জালে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার। পুরুলিয়া শহরের নডিহা এলাকায় একটি টোটোকে ধাক্কা দেয় চার চাকা গাড়ি। টাটা রোড ধরে সেটি দ্রুত বেগে পালিয়ে যায়। জখম হন টোটো চালক। তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পালাতে পারেনি চার চাকা গাড়িটি। বলরামপুর থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটি। গাড়িটি আটক করা হয়েছে।

Post Comment