insta logo
Loading ...
×

লোকালয়ে এসে বিপদ! গর্তে আটকে পড়া গন্ধগোকুলকে উদ্ধার করলেন বনকর্মীরা

লোকালয়ে এসে বিপদ! গর্তে আটকে পড়া গন্ধগোকুলকে উদ্ধার করলেন বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: খাবারের সন্ধানে লোকালয়ে এসে বিপদ! গর্তে আটকে পড়েছিল একটি গন্ধগোকুল।
আর তা নজরে পড়তেই সোমবার কয়েক ঘণ্টার চেষ্টায় ওই বন্যপ্রাণকে উদ্ধার করলেন বনকর্মীরা।
পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর বনাঞ্চলে এদিন ওই গন্ধগোকুলটিকে দেখতে ভিড় জমে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে একটি গলির মধ্যে ওই বন্যপ্রাণকে একটি গর্তের মধ্যে ছটপট করতে দেখেন এলাকার মানুষজন। তারপরেই বনদপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। রঘুনাথপুর বনাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পাওয়ার পর বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পূর্ণ বয়স্ক বিশালাকার গন্ধগোকুকটিকে উদ্ধার করেন । আপাতত ওই বন্যপ্রাণকে রঘুনাথপুর বনাঞ্চলে নজরদারিতে রাখা হয়েছে।

Post Comment