insta logo
Loading ...
×

কর্তব্য মন্ত্রে পুজোর অঞ্জলি দিচ্ছেন বন কর্মীরা

কর্তব্য মন্ত্রে পুজোর অঞ্জলি দিচ্ছেন বন কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

সবাই যখন কাকভোরে ঘুম থেকে উঠে দুর্গা পূজার আনন্দে সামিল হচ্ছে, তখন নিদ্রাহীন রাত্রি শেষে ওরা হয়তো প্রস্তুতি নিচ্ছে প্রহরীর কড়া পোশাক ছেড়ে সামান্য বিশ্রামের। রাতভর চলেছে প্রহরা। প্রহরের পর প্রহর পার হয়েছে উৎকণ্ঠায়। পুরুলিয়া জেলার হাতি উপদ্রুত অঞ্চলগুলিতে বনকর্মীদের রোজনামচা এটাই। ছুটি তো বাতিল হয়েইছে, উপরন্তু চাপ বেড়েছে, বেড়েছে দায়িত্ব।
দুর্গা সপ্তমীর সকালেও যা খবর তাতে পুরুলিয়া জেলার হাতি উপদ্রুত অঞ্চলগুলিতে ৩০টি বুনো হাতি ঘুরে বেড়াচ্ছে। আমন ধান পাকার মরশুমে মূলত ধান খেতেই লোকালয়ে চলে আসে হাতিগুলি। আর মানুষ সামনে চলে এলে ঘটে বিপত্তি। সেই বিপত্তির মোকাবিলা করতে নাওয়া খাওয়া ভুলে কর্তব্য মন্ত্রে পুজোর অঞ্জলি দিচ্ছেন বন কর্মীরা।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন বাঘমুণ্ডি, ঝালদা ২ নং, আড়ষা, বলরামপুর ব্লক এলাকার গ্রামগুলি হাতি উপদ্রুত। এছাড়া ঝালদা ১ ও ২ নং ব্লকের অরণ্য এলাকায় হাতির উপদ্রব বেশি। বান্দোয়ানের জঙ্গলেও হাতির আবাস। মূলত এই এলাকাগুলি ঘিরেই বন দপ্তরের মাথা ব্যাথা। মূলত দুর্গাপুজোর এই সময়তে বহু পর্যটক পুরুলিয়া বেড়াতে আসেন। তারা যাতে সুষ্ঠুভাবে পুরুলিয়া ভ্রমণ করতে পারেন সেই কারণে নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাটো করেছে বন দপ্তর। চলছে কড়া নজরদারি।

Post Comment