নিজস্ব প্রতিনিধি, আড়শা:
অভিযোগ ছিলো, বন্যপ্রাণ সংরক্ষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আড়শা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে ৭ টি ময়ুরকে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে।কংগ্রেস সেবা দলের এমন অভিযোগ পেয়ে আড়শার ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে ৭ টি ময়ূর উদ্ধার করল বন দফতর। পরে স্থানীয় প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে সেগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
আড়শা ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুশোভন মণ্ডল বলেন,” প্রায় দশ মাস আগে অযোধ্যা পাহাড়ের কয়েকজন বাসিন্দা জঙ্গল থেকে পাওয়া ছোট্ট ছোট্ট ওই ৭ টি ময়ূর আমাদের দিয়ে গিয়েছিল। সেগুলোকে নজরদারির সঙ্গে সঙ্গে যত্ন সহকারে রাখা হয়েছিল। ওই ময়ূরগুলি বন দফতর এসে নিয়ে গিয়েছে।”
Post Comment