সুজয় দত্ত,পুরুলিয়া :
ফের বাংলা সেরা পুরুলিয়া। দুবছর আগে রাজ্যের মাধ্যমিক পরীক্ষাতে রাজ্যের সেরা হয়েছিল যে দেবদত্তা মাঝি, সেই দেবদত্তাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন) পরীক্ষার প্রথম সেশনে পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থান অধিকার করে নিল। তার বাড়ি পুরুলিয়া জেলার আড়ষা থানার জামবাদ গ্রামে। তাঁর প্রাপ্ত পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯২১।
জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ের কোলে জামবাদ গ্রামের আদি বাসিন্দা তারা। বাড়িতে রয়েছেন আত্মীয় পরিজনেরা। কৃতি ছাত্রীর বাবা জয়ন্ত কুমার মাঝি ও মা শেলি দাঁ কর্মসূত্রে পূর্ব বর্ধমানের কাটোয়াতে থাকেন। সেখানেই কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল থেকে পরীক্ষা দিয়েছিল দেবদত্তা।
মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল ৭০০র মধ্যে ৬৯৭। ইংরেজি, অংক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও ভূগোলে ১০০তে ১০০ পেয়েছিল সে। বাংলায় ৯৮ ও ইতিহাসে ৯৯ পেয়েছিল দেবদত্তা।
এবছর তার উচ্চমাধ্যমিক। সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে দেবদত্তা। তারইমধ্যে এলো এই সুখবর। সে জানায়, “সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়ে খুব ভালো লাগছে।” আপাতত উচ্চমাধ্যমিক লক্ষ্য তার। তারপর জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা। এতদিন জয়েন্টের প্রস্তুতির জন্য উচ্চমাধ্যমিকের দিকে তেমন নজর দেওয়া হয়নি। এবার পাখির চোখ উচ্চমাধ্যমিক।
Post Comment