insta logo
Loading ...
×

ঝালদায় বাড়িতে ঢুকে পড়া প্যাঙ্গোলিনকে উদ্ধার করলেন কৃষক

ঝালদায় বাড়িতে ঢুকে পড়া প্যাঙ্গোলিনকে উদ্ধার করলেন কৃষক

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

গৃহস্থের বাড়িতে ঢুকে পড়া একটি প্যাঙ্গোলিন উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন এক কৃষক। শনিবার রাতে পুরুলিয়া বন বিভাগের ঝালদা বনাঞ্চলের বেঙ্গো গ্রামে এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দা বাসুদেব মাহাতোর প্রশংসা করছে বনদপ্তর। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রায় হঠাৎ করেই ওই বন্যপ্রাণ তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। প্রথমে দেখে খানিকটা ঘাবড়ে যান তিনি। পরে ওই বন্যপ্রাণটিকে চিনতে পারেন। এরপরেই প্যাঙ্গোলিনটি আগলে রেখে ঝালদা রেঞ্জ-এ খবর দেন তিনি। বনদপ্তর জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরেই প্রায় ৪ কেজি, ৩ ফুট লম্বা ওই প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করা হয়। রবিবার ডাক্তারি পরীক্ষার পর ওই বন্যপ্রাণীটি সুস্থ থাকায় তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, “জঙ্গল বাড়ার সাথে সাথে বন্যপ্রাণ বাড়ছে। পাশাপাশি মানুষজন সচেতন হচ্ছেন। এতে আমরা ভীষণ খুশি।” অত্যন্ত নিরীহ এবং লাজুক প্রকৃতির ভারতীয় এই প্যাঙ্গোলিকে স্থানীয় মানুষজন বনরুই, বজ্রকিট, সূর্যমুখী, পিপিলিকাভুক প্রভৃতি নামে চেনে। তবে বেশ কয়েক বছর ধরে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় চোরা শিকারীদের উপদ্রবে আগের মতো আর জঙ্গলে দেখা মেলে না। সম্প্রতি বনদপ্তরের সঙ্গে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ঝালদায় হানা দিয়ে প্যাঙ্গোলিনের আঁশ সহ চারজনকে গ্রেফতার করে।

Post Comment