নিজস্ব প্রতিনিধি, কাশিপুর: এক যুবকের মৃতদেহ উদ্ধার হল কাশিপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অপূর্ব মাহাতো (২৬)। তার বাড়ি কাশিপুর থানার মুদিডি গ্রামে। শনিবার সন্ধ্যায় গ্রামের অদূরে একটি জোড়ে ওই যুবকের দেহ ভাসতে দেখা যায়। ফলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কল্লোলি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কাশিপুর থানার পুলিশ।
Post Comment