নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া :
মিলল ময়নাতদন্তের রিপোর্ট। আর সেই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা গেল শ্বাস রোধ করে খুন করা হয়েছে ডাক্তার সর্দারকে। এই তথ্য জানতে পেরে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।
১৮ নভেম্বর পুরুলিয়া ২ ব্লক এলাকার নামো পিন্ডরা গ্রামের বাসিন্দা ডাক্তার সর্দার আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। দশ দিন পর ২৮ নভেম্বর সকালে পিন্ডরা অঞ্চলের
কংসাবতী নদীর পাড়ে উদ্ধার হয় তাঁর (৪৭) পচাগলা
মৃতদেহ। জামা – কাপড় দেখে বাবার মৃতদেহ সনাক্ত করেন ছেলে উমাকান্ত। নিয়ম অনুযায়ী দেহটি ময়নাতদন্তে পাঠায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। বৃহস্পতিবার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ময়নাতদন্তে রিপোর্ট হাতে পেয়ে পুলিশ জানতে পারে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আর তারপরেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment