নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়ায় মরশুমের শীতলতম দিন। মঙ্গলবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এলো ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি। নভেম্বরের মধ্যভাগে পা দেওয়ার আগেই পারদ একেবারে ১০ ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ায় জেলাজুড়ে বইছে শীতের হাওয়া।
কৃষি দফতরের এই তথ্য অনুযায়ী, জেলার পশ্চিমাঞ্চল— বিশেষ করে বাঘমুন্ডি, বাঁকুড়া সীমান্তবর্তী অঞ্চল ও বরাবাজারে— সকালের দিকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক রিপোর্টেও পুরুলিয়ার পারদ পতনের প্রবণতা স্পষ্ট। সেখানে সোমবারের হিসাবে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়েছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কৃষি দফতরের পর্যবেক্ষণ বলছে, বাস্তবে পারদ আরও নিচে নামছে।
আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ প্রভাবের ফলেই পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে এবার শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। পুরুলিয়ার মতো শুষ্ক জেলায় এই শীত স্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি।





Post Comment