insta logo
Loading ...
×

কালভার্টের নিচে শবর বধূর দেহ, চাঞ্চল্য বরাবাজারে

কালভার্টের নিচে শবর বধূর দেহ, চাঞ্চল্য বরাবাজারে

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

এক বধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার কাঁন্দুয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে গ্রামসংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে মালা শবর (২৬) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত গ্রামবাসী থেকে শুরু করে মৃতার পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মালা। কিছুক্ষণ পর গ্রামবাসীরা কালভার্টের নিচে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর ছড়িয়ে পড়তেই মৃতার পরিবার ছুটে এসে তাকে উদ্ধার করে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা করে মালাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরই বরাবাজার থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহালও সম্পন্ন হয়েছে। কীভাবে বধূটি ওই কালভার্টের নিচে পড়লেন তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে এলাকায়।

Post Comment