নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবাজার নিউ শিল্পী মহলের পক্ষ থেকে উদযাপিত হল বর্ষবরণ ও মিলন উৎসব। বুধবার গুণীজনদের উপস্থিতি ও শিল্পীদের গানে মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে পালিত হল দিনটি। পাশাপাশি এদিন শিক্ষক ও সাংবাদিক অমরেশ দত্তকে সংবর্ধনা দেওয়া হলো। মানবাজার নিউ শিল্পী মহলের পক্ষ থেকে উত্তরীয়, ব্যাগ,কলম ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় সাংবাদিকের হাতে। প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানকে ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।মানবাজার নিউ শিল্পী মহলের নাট্য পরিচালক সমীর মুখোপাধ্যায় বলেন, “প্রতি বছরের মতো এবারও বর্ষবরণ ও মিলন উৎসব , সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো দিনটি। এদিন স্বনামধন্য শিল্পীদের উপস্থিতি ও মানবাজার নিউ শিল্পী মহলের সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
Post Comment