insta logo
Loading ...

নেশা মুক্ত গ্রাম গড়তে ভাঙল মদের ঠেক

নেশা মুক্ত গ্রাম গড়তে ভাঙল মদের ঠেক

অমরেশ দত্ত, কেন্দা:


গ্রামকে নেশা মুক্ত করতে আন্দোলনে নেমেছিলেন মহিলারা। আর সঙ্গে সঙ্গে মিলল ফল। চোলাই মদের ঠেক ভাঙল পুলিশ। পুঞ্চা ব্লকের কেন্দা থানার বিন্দুডি গ্রামকে নেশা মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে কেন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিন্দুডি মহিলা সমিতি। লিখিত অভিযোগ জমা করার পরেই বেআইনি চোলাই মদের কারবার রুখতে কেন্দা থানা এলাকার একাধিক চোলাই ঠেকে অভিযান চালাল কেন্দা থানার পুলিশ। রবিবার রাত্রে কেন্দা থানার বিন্দুডি, হরিহরপুর গ্রামের চোলাই ঠেকে অভিযান চালিয়ে ২০ লিটার তাজা চোলাই মদ বাজেয়াপ্ত। সঙ্গে নষ্ট করা হয়েছে চোলাই তৈরির সামগ্রী। মহিলাদের অভিযোগ চোলাই মদ গ্রামের পরিবেশ নষ্ট করছিল। একাধিক সংসারে অশান্তিও ডেকে আনছিল এই চোলাই। মদের ঠেক ভাঙাতে এখন কিছুটা স্বস্তি বোধ করছেন এলাকার মহিলারা। পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী মানুষজন।পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আর অন্যান্য চোলাই ঠেকের খোঁজ চালাচ্ছে কেন্দা থানার পুলিশ।

Post Comment