
বিকাশ মাহাত
শিক্ষক, চেক্যা হাইস্কুল
ফোন:- ৯৭৩৫১২৪২৭৪
ই-মেইল :- b.k.mahatoprl@gmail.com
আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় ডানা। ডানার হানার ভয়ে জবুথবু বাংলা -উড়িষ্যা।
কিন্তু ঝড়ের নামকরণ সম্পর্কে জানেন কি? একবছর পরে আসতে চলা ঝড়ের নাম আগেই দেওয়া হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক।
@সব ঝড়েরই কি নাম দেওয়া হয়?
—- সাধারণত যে ঝড়ের গতিবেগ ৩৫ নট প্রতি ঘন্টা বা ৬১ কিমি/প্রতি ঘন্টার বেশি সেই সব ঝড়েরই দেওয়া হয়।
@ কারা নাম দেয়?
— ক্রান্তীয় ঘুর্ণিঝড়গুলিকে নামকরণের জন্য সারা সারা বিশ্বে মোট ৬টি বা Regional Specialised Meterological Centre এবং ৫ টি Regional Tropical Warning Centre আছে, যারা এই সাইক্লোনগুলির নামকরণ বা আগাম সচেতনতার কাজ করে থাকে।
তার মধ্যে ভারত ও আশেপাশের দেশগুলি উত্তর ভারতীয় মহাসাগর বেসিনের এলাকাভুক্ত এবং এই এলাকার ঘুর্ণিঝড়ের নাম করণের দায়িত্বে আছে Indian Meteorological Department, যেটি ১৮৭৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এবং এর সদর দফতর আছে দিল্লিতে।
@ নাম কীভাবে নির্বাচন করা হয়?
— Indian Meteorological Department উত্তর ভারত মহাসাগর বেসিন এলাকার ঝড় সাধারণত যে সব দেশগুলির উপর দিয়ে প্রবাহিত হয়, সেরকম ১৩ টি দেশ রয়েছে-
ভারত,
পাকিস্তান,
বাংলাদেশ,
মালদ্বীপ,
মায়ানমার,
শ্রীলঙ্কা,
ওমান
থাইল্যান্ড
কাতার
সৌদি আরব
সংযুক্ত আরব আমীরশাহী
থাইল্যান্ড
ইয়েমেন।
এই ১৩টি দেশ এর প্রত্যেকেই নির্দিষ্ট কিছু সময় করে ১৩ টি করে নাম জমা করে। অর্থাৎ মোট ১৬৯ টি নাম পড়ে। এবারে সেই লিষ্ট থেকে ক্রমানুসারে নাম দেওয়া হয়। দানা-র পরে যাই ঝড় আসুক না কেন, তার নাম আগে থেকেই নির্ধারিত হয়ে আছে।
@ কবে থেকে নামকরণের শুরু?
— প্রথাগত ভাবে এধরণের নামকরণের আগে সাধারণত জায়গা,বস্তু ইত্যাদি নামেই রাখা হত। এই প্রথাগত নামকরণের সূত্রপাত বা বলা চলে এই ধরণের নাম প্রদান ও প্রচলনের পিছনে আসল ক্রেডিট দেওয়া হয় Queensland Government এর Clement Wragge কে, যিনি নামকরণের কাজ চালিয়েছেন 1887 -1907 সময়কালে।
@ নাম দেওয়ার সুবিধা কী?
— সতর্কতা, সচেতনতা মূলক প্রচার কাজ সহ ওই জাতীয় প্রশাসনিক কাজের সুবিধার্থে নাম রাখা হয়, যাতে যোগাযোগের সময় সুবিধে হয়।
@ নামের বহর কত হবে?
প্রতিটি দেশ যে সমস্ত নাম জমা করে সেগুলি সাধারণত রাজনৈতিক বা ধর্মীয় বা সামাজিক ভাবে নিরপেক্ষ হতে হবে এবং সর্বোচ্চ ৮ টি Letters বা বর্ণ থাকবে।
@ এরপর দেখে নিন, আমাদের এই অঞ্চলের আগামি ঝড়গুলির নামের তালিকা।
@ ডানা কাতারের দেওয়া নাম। যার অর্থ হল দামি মুক্তো।
(লেখকের মতামত নিজস্ব )
Post Comment