নিজস্ব প্রতিনিধি, ঝালদা: আনন্দমার্গ প্রচারক সংঘের
নাম-সংকীর্তন অনুষ্ঠান হল ঝালদার পুস্তি গ্রামে। মঙ্গলবার এই অনুষ্ঠানে ঝালদা থানা এলাকা থেকে আসা আনন্দমার্গীদের ভিড় উপচে পড়ে। এই অনুষ্ঠানে পদযাত্রা হয়। হয় নরনারায়ন সেবা। এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত হওয়া মানুষজনদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।

আনন্দমার্গীদের নাম- সংকীর্তন ঝালদার পুস্তিতে
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment