insta logo
Loading ...
×

জেলায় ডালশস্য উৎপাদনের জমির পরিমাণ বাড়াতে উদ্যোগী হল কৃষি দপ্তর

জেলায় ডালশস্য উৎপাদনের জমির পরিমাণ বাড়াতে উদ্যোগী হল কৃষি দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

জেলায় ডালশস্য উৎপাদনের জমির পরিমাণ বাড়াতে উদ্যোগী হল কৃষি দপ্তর। চাষিদের ডালশস্য চাষে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের বীজ বিলি করল আড়শা কৃষি দফতর। বৃহস্পতিবার দফতরের উদ্যোগে সরসে, খেসারি ও মুসুর ডাল সহ বিভিন্ন বীজ চাষিদের হাতে তুলে দেওয়া হয়। আড়শা ব্লক সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন, “ইতিমধ্যেই বিভিন্ন ডালশষ্যের চাষের মরসুম শুরু হয়েছে। একসপ্তাহ ধরে চাষিদের বীজ বিলির কাজ চলছে। এদিন প্রায় ৬০ জন চাষির হাতে সরসে, খেসারী সহ মুসুর ডালের বীজ তুলে দেওয়া হয়েছে। এর ফলে চাষিরা উপকৃত হবেন।”

Post Comment