insta logo
Loading ...
×

পুজোর গাইডলাইন বেঁধে দিল প্রশাসন

পুজোর গাইডলাইন বেঁধে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: দুর্গাপূজা কমিটি গুলিকে নিয়ে একটি বৈঠক করলো রঘুনাথপুর পুরসভা। একইভাবে আদ্রা এলাকার পুজো কমিটিগুলিকে নিয়েও বৈঠক করে আদ্রা থানার পুলিশ। সোমবার পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি রঘুনাথপুর এলাকার পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠক করে বিভিন্ন গাইডলাইন বেঁধে দেন। অপরদিকে আদ্রা থানা এলাকার পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠক করে দুর্গাপুজোয় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সতর্ক করে পুলিশ। পুজো কমিটি গুলিকে যত্রতত্র আবর্জনা না ফেলা ও ডাস্টবিনের ব্যবস্থা রাখা এবং অতিরিক্ত আওয়াজে মাইক না চালানোর নির্দেশিকা দেন আদ্রা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীরকুমার পাল। এ-দিন আদ্রা থানার পক্ষ থেকে পুজোর বিষয়ে এলাকায় শান্তিপূর্ণতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে তৎপর পুরসভা ও প্রশাসন। ‌

Post Comment