নিজস্ব প্রতিনিধি, আদ্রা: ঘর ভেতর থেকে বন্ধ। প্রতিবেশীদের শত হাঁকডাকেও খুলছে না দরজা। রহস্যের গন্ধে ডাক দেওয়া হয় পুলিশকে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ এসে ভাঙে দরজা। দেখে সংজ্ঞাহীন অবস্থায় ওই ভাড়াটিয়া পড়ে রয়েছেন। তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম জনসন মিঞ্চি (৫৪)। তার বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি জেলার ডুমরু থানার নোয়াডি এলাকায়। কয়েক বছর ধরেই কর্মসূত্রে পুরুলিয়ার আদ্রার লোয়ার বেনিয়াশোল এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
।
Post Comment