নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
চকলেট কিনতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি ১৭ বছরের এক কিশোরী। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ। পরিবারের সন্দেহ—অজ্ঞাত কেউ তাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে। ইতিমধ্যেই নিখোঁজ কিশোরীর মামার অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া মফস্বল থানায় অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা ওই কিশোরী কিছুদিন ধরে পুরুলিয়া মফস্বল এলাকার মামাবাড়িতে থাকছিল। শনিবার দুপুরে স্থানীয় দোকান থেকে চকলেট কিনতে বাইরে বেরিয়ে যায় সে। কিন্তু তার পর ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। চারদিকে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান না মেলায় শেষমেশ থানায় অভিযোগ দায়ের করা হয়।
ফলে পরিবারের ধারণা, অসৎ উদ্দেশ্যে কেউ তাকে ফুসিয়ে নিয়ে গিয়ে কোনও অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।









Post Comment