insta logo
Loading ...
×

জলকেলির ভিডিও শুট করতে গিয়ে কাঁসাই নদীতেসলিলসমাধি কিশোরের

জলকেলির ভিডিও শুট করতে গিয়ে কাঁসাই নদীতেসলিলসমাধি কিশোরের

জলকেলির ভিডিও শুট করতে গিয়ে কাঁসাই নদীতে
সলিলসমাধি কিশোরের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

প্রায় ২০ ঘণ্টা পর কাঁসাই নদী থেকে উদ্ধার হল নিখোঁজ কিশোরের দেহ। সোমবার দুপুর দেড়টা নাগাদ টামনা থানার দলদাড়ি – মুটরুডি গ্রাম লাগোয়া কাঁসাই নদীর চরে দেহটি দেখতে পান এলাকার মানুষজন। পরে সিভিল ডিফেন্স দলের সদস্যরা দেহটি উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, মৃত ওই কিশোরের নাম পীযূষ পান্ডে (১৩) । তার বাড়ি পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সেফডাঙ্গা এলাকায়। ওই কিশোর শহরের রাজস্থান বিদ্যাপীঠে অষ্টম শ্রেণিতে পাঠরত ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে ৮-৯ জন বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল পীযূষ। পরে তারা পুরুলিয়া শহরের উপকন্ঠে শিমুলিয়ায় কাঁসাই নদীতে জলকেলিতে নামে। চলে মোবাইলে ভিডিও রেকর্ড। আর এরই মধ্যে দুই কিশোর নদীর জলে হাবুডুবু খেতে শুরু করে। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও পীযূষ তলিয়ে যায়। এই ঘটনায় ওইদিন সন্ধ্যায় টামনা থানায় একটি নিখোঁজ ডাইরি করেন ওই কিশোরের পরিবার। পরে বাকি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে কাঁসাই নদীতে পৌঁছায় পুরুলিয়া সদর থানা ও টামনা থানার পুলিশ এবং পুরুলিয়া ১ ব্লকের বিডিও অনেক রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই কিশোরের কোনো হদিশ পেলেনি। যার ফলে সোমবার সকালে তল্লাশিতে নামে স্থানীয় মানুষজন এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা। দীর্ঘ ৭ ঘণ্টা খোঁজ চালানোর পর অবশেষে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিমি দূরে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়।

Post Comment