insta logo
Loading ...
×

সহবাস : যুবতীর অভিযোগে কিশোর গ্রেফতার

সহবাস : যুবতীর অভিযোগে কিশোর গ্রেফতার

অমরেশ দত্ত, কেন্দা:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আর তারপর বিয়েতে অস্বীকার। এই অভিযোগে পুরুলিয়ার কেন্দা থানার পুলিশের হাতে এক কিশোর গ্রেফতার। ধৃত কিশোরের নাম পার্থ মাহাতো। বাড়ি পুরুলিয়া জেলার পাড়া থানার গুড়গুড়িয়া গ্রামে। শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ধৃতের ২ দিনের পুলিশ হেফাজত হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করানো হয় এদিন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবতী কেন্দা থানায় ওই কিশোরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন আট মাস আগে বয়সের বাধা ছাড়িয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। শুরু হয় গোপন মেলামেশা। বিয়ে করবেই, এই প্রতিশ্রুতি দিয়ে প্রায়ই তার সঙ্গে একান্তে সময় কাটাতো ওই কিশোর। কিন্তু বৃহস্পতিবার বিয়ের কথাবার্তা শুরু হলে সে বেঁকে বসে। যুবতীর অভিযোগে কিশোর গ্রেফতার হয়

Post Comment