নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এক নাবালিকা কিশোরীকে ‘অপহরণে’র অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম আশিস রায়। তার বাড়ি পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায়। শনিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারকের নির্দেশ মোতাবেক তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে উদ্ধার হওয়া কিশোরীকে এদিন শিশু কল্যাণ কমিটির মাধ্যমে বাড়ির লোকেদের হাতে তুলে দেয় পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে পুরুলিয়া শহরের বাসিন্দা বছর ১৪-র এক কিশোরী আচমকা নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোক প্রথমে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে কোনো হদিশ না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়। শুক্রবার রাতে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে পুরুলিয়া সদর থানার পুলিশ।শনিবার সকালেই নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।
Post Comment