নিজস্ব প্রতিনিধি, বোরো:
রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল এক কিশোরী। পুরুলিয়ার বোরো থানার পুলিশের দ্বারস্থ তার পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে গত ২০ জানুয়ারি সন্ধ্যায় বছর ১৬ র ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো হদিশ না পাওয়ায় পরিবার থানার দ্বারস্থ হন।পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment