নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
নাবালিকা অপহরণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ওই পরিবারের কাছে মেয়ের খোঁজ নিতে গিয়ে হুমকির মুখে পড়ল কিশোরীর পরিবার। পুরুলিয়ার জয়পুর থানার দ্বারস্থ হন তারা।
গত ২৬ ডিসেম্বর সকালে বছর সতেরোর ওই কিশোরী টিউশন পড়তে গিয়েছিল। আর সে বাড়ি ফিরে আসেনি। জয়পুর থানায় পরিবারের তরফে একটি নিখোঁজ ডাইরি করা হয়। পরে কিশোরীর পরিবার জানতে পরে প্রতিবেশী এক যুবক কিশোরীকে অপহরণ করে কোথাও আটকে রেখেছে। অভিযোগ, সেই খোঁজ নিতে গেলে অভিযুক্ত যুবকের বাবা ও কাকা তাদের হুমকি দেয়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে শুক্রবার রাত পর্যন্ত নিখোঁজ কিশোরীর কোনো হদিশ পায়নি পুলিশ।










Post Comment