insta logo
Loading ...
×

কিশোরী ‘অপহরণ’

কিশোরী ‘অপহরণ’

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

উদ্দেশ্য অসৎ। আর সেই অসৎ উদ্দেশ্য নিয়ে এক নাবালিকাকে অপহরণের করা হয়েছে। এমনই অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানায় ‘অপহৃতা’ কিশোরীর পরিবার এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরীটি। বুধবার ভোরবেলা দেখা গেল সে বিছানায় নেই। ফলে বিভিন্ন জায়গায় খোঁজ বছর ১৬র ওই নাবালিকার খোঁজ শুরু করেন তারা। পরে তারা জানতে পারেন সাঁতুড়ি থানা এলাকার এক যুবক অসৎ উদ্দেশ্য নিয়ে ওই কিশোরীকে অপহরণ করে কোথাও আটকে রেখেছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

Post Comment