insta logo
Loading ...
×

রক্তাক্ত আরোহী ছেড়ে পালালো চালক

রক্তাক্ত আরোহী ছেড়ে পালালো চালক

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :

টাটা এসিই ও বাইকের মুখোমুখি ধাক্কা। ছিটকে পড়ল বাইক আরোহী দুই কিশোরী। রক্তাক্ত আরোহীদের ছেড়ে পালালো বাইক চালক। আশঙ্কাজনক অবস্থায় জখম দুই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সোনামণি সরেন(১৭)। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার পুঞ্চা থানার পুঞ্চা ইঁদপুর রাস্তায় ভাগাবাঁধ গ্রামের কাছে। দুর্ঘটনায় গুরুতর জখম অপর কিশোরী সুচিত্রা হেমব্রমকে বাঁকুড়া রেফার করা হয়েছে। দুটি গাড়িই আটক করেছে পুলিশ।

Post Comment