নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও রঘুনাথপুর :
দুটি আলাদা ঘটনা। ফল কিন্তু এক। দুটি ঘটনাতেই রহস্যজনক ভাবে নিখোঁজ দুই নাবালিকা। মঙ্গলবার রাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া সদর এবং রঘুনাথপুর থানার পুলিশ দুটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে পরিবারের অভিযোগ, গত রবিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার জন্য বার হয়েছিল রঘুনাথপুর থানা এলাকার বছর ১৪র এক কিশোরী। রাত পর্যন্ত ওই কিশোরী আর বাড়ি ফিরে আসেনি।পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলেও নিখোঁজ কিশোরীর কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ১৪র এক কিশোরী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছিল। আর তার পর থেকেই সে নিখোঁজ। দুই পরিবারেরই অনুমান ওই নাবালিকাদের অসৎ উদ্দেশ্যে অপহরণ করে কোথাও লুকিয়ে রাখা হয়েছে।
Post Comment