নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
উলটে গেল ইট বোঝাই ট্রাক্টর। মৃত্যু হল ইট ভাটার শ্রমিক এক তরুণীর। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে পুরুলিয়ার কেন্দা থানার দেওরাং গ্রামের কাছে। মৃতার ভারতী শবর (১৯) এই থানারই বাবুইঝোর গ্রামের বাসিন্দা। ইট নিয়ে যাওয়ার সময় রাস্তার বাঁকে ট্রাক্টরটি উলটে যায়। ট্রাক্টরের ওপর থাকা ইট ভাটার শ্রমিক ভারতী পড়ে গিয়ে জখম হন। খবর পেয়েই কেন্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাজনওয়াগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকের আর কিছু করার ছিল না। কেন্দা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক্টরটি ।
Post Comment